নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: গুইমারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: আনোয়ার হোসেন এর পিতা মো.হারিছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৯)। তিন পুত্র,তিন কন্যা,নাতী-নাতনী,পরিবার-পরিজন,শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বুধবার (২৭ জুলাই২০২২) বেলা ১১টা ৩০মিনিটে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ ২ বছর আগে স্টোক জনিত কারণে অসুস্থ হয়ে বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাত ১০ টায় বড়পিলাক এলাকায় নামাজে যানাজা শেষে স্থানীয় কবর স্থানে মরহুমের দাপন করা হবে বলে জানান তার পরিবার।
সহকর্মী ও গুইমারা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গুইমারা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এক শোক বার্তায় গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম ও সাধারন সম্পাদক এম.দুলাল আহম্মেদ সাংবাদিকদের পক্ষে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করে নিহতের পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।