নুরুল আলম:: খাগড়াছড়ি জেলা সীমান্তবর্তী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চাঁদের গাড়ি উল্টে ৯ জন আহত হওয়া ঘটনা ঘটেছে। বুধবার (২৭ জুলাই) উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম ৬ নং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রবি চাকমার (৪০) ডান পা ভেঙ্গে গেছে ও সামি উদ্দিন (৪৭) এর বাম হাত ভেঙ্গে মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সাজেক থানার ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটি সকালে মাচালং থেকে স্থানীয় কিছু যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিলো । হঠাৎ ব্রেক করার কারণে গাড়িটি সড়কের উপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে। পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।