নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:: পার্বত্য অঞ্চলের রাঙামাটি জেলা শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সাবেক নেতা এবং ওয়ারেন্টভুক্ত আসামি সুমন চাকমাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে শহরের মারী স্টেডিয়াম থেকে তাকে গ্রেফতার করে বরকল থানা পুলিশ। সে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মিতিঙ্গাছড়ি প্রকাশ ইন্দুমাছড়া এলাকার গঙ্গা রতন চাকমার ছেলে।
বরকল থানা সূত্রে জানা যায়, পিসিজেএসএস’র সাবেক এ নেতা অবৈধ অস্ত্র এবং খুনের পৃথক দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সাবেক নেতা সুমন চাকমাকে মঙ্গলবার বিকেলে আমার নেতৃত্বে আটক করা হয়েছে। তাকে ওই দিন বিকেলে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।