শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মাটিরাঙ্গায় কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে পাল্টা সাংবাদ সম্মেলন


নুরুল আলম: মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেবের বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্চাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে গত ২৪ জুলাই সংবাদ সম্মেলেন করেন পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া।

তারই প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মাটিরাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও জনপ্রতিনিধিগণ। ২৬ জুলাই ২০২২ইং মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মাটিরাঙ্গা অডিটোরিয়াম কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, তবলছড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী নুর মোহাম্মদ, তাইন্দং ইউপি চেয়াম্যান পেয়ার আহাম্মদ মজুমদার, বড়নাল ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, গোমতী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বেলছড়ি ইউপি চেয়ারম্যান রহমত উল্লাহ, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হেমন্ত ত্রিপুরা ও স্থানীয় ব্যাক্তিবর্গ ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেবের বিরুদ্ধে তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়ার আনিত দূর্নীতি ও অন্যান্য অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। বক্তরা আরো বলেন, কাশেম চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা সহ সকল ইউনিয়ন চেয়ারম্যানদেরকে গালা-গালি করেছেন। উপজেলা আওয়ামীলীগ, মাটিরাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও জনপ্রতিনিধি সম্মিলিত ভাবে জেলা প্রশাসক এর মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর আগামী কয়েক দিনের মধ্যে স্মারক লিপি দিবেন বলে জানান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!