আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মো: তারেক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন এর দুই ছেলের মধ্যে বড় ছেলে।
শনিবার ( ২৩ জুলাই ২০২২) সন্ধ্যার ৬টা ১০ মিনিটের দিকে হাতিমুড়া বাজার থেকে বাড়ীর জন্য মুরগি কিনে নিয়ে যাওয়ার পথে সামনে একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পড়ে সে। এ সময় পুলিশ ফাঁড়ি সংলগ্ন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উল্টে যায়।
এতে তার মোটরসাইকেলের হাইড্রলিক ব্রেকে তার গলা কেটে যায়। এছাড়াও মূখেও গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে সে। তাৎক্ষনিক মানিকছড়ি উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে গুইমারা থানার ওসি মোহাম্মদ রশিদ। তিনি জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধারে হাসপাতালে গেছে। এ বিষয়ে পুলিশের পরবর্তী করনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।