নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে খাগড়াছড়িতেও মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩জুলাই) সকালে সাড়ে ১১ টায় খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন। এতে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় সারাদেশের মত খাগড়াছড়িতেও সপ্তাহব্যাপী (৭দিন) জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
শনিবার (২৩জুলাই থেকে ২৯জুলাই) পর্যন্ত সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের নানান কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান। সপ্তাহব্যাপী কার্যক্রমের মাধ্যমে আমরা সারাদেশের মানুষকে মৎস চাষের প্রতি উদ্বুদ্ধ করবো। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও খাগড়াছড়িতে মাছ চাষের লক্ষমাত্রা,চাষীদের নানামূখী সহায়তা প্রদান ও মাছ চাষে চাষীদের সফলতার জন্য করণীয়সহ নানা দিক তুলে ধরেন তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ, খাগড়াছড়ি সদর মৎস্য অফিসার শরৎ ত্রিপুরা,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,সাবেক সভাপতি নুরুল আজমসহ পেশাজীবি সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।