শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বিলুপ্ত প্রজাতির আহত “বন বিড়াল” চিকিৎসা শেষে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ির কালাপানি এলাকা থেকে বন বিড়াল আহত দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দেয় ফরেষ্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা অনুকর চাকমাকে।

খবর পেয়ে তাৎক্ষণিক রেঞ্জের সহকারী কর্মকর্তারা লোকালয়ে চলে আসা আহত বন বিড়ালটিকে উদ্ধার করে। পরে উপযুক্ত চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয় বিলুপ্ত প্রায় বন বিড়ালটিকে।

পরে তা আজ সোমবার (১৮ জুলাই ২০২২) দুপুরের দিকে খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্ট এলাকার বনবিড়ালটি অবমুক্ত করা হয়। গত ১৭ জুলাই ২০২২ইং রবিবার গুইমারার কালাপানি এলাকা থেকে আহত অবস্থায় এক বন বিড়াল উদ্ধার করা হয়। তৎক্ষণাত বিড়ালটিকে রেঞ্জে নিয়ে আসা হয়।

১৮ জুলাই সোমবার গুইমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার করে বন বিড়াল সুস্থ্য ও স্বাভাবিক মনে হয়। তবে কিছুটা উত্তেজিত মনে হলেও অতিরিক্ত লোক সমাগমের কারনে এমনটি হয়েছে বলে ধারণা করা হয়।

পরিক্ষা নিরিক্ষার পর জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা অনুকর চাকমার নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়। এ সময় খাগড়াছড়ি জেলা রেঞ্জ ও বন বিভাগে বন রক্ষী আব্দুল মন্নান,নিলা মহল চাকমা সহ বন বিভাগ নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!