শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

ছেলের হাতে বাবা খুনের ঘটনায় ঘাতককে জেল হাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি নতুন পাড়া এলাকায় ছেলে বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে।

জানাযায়, ৭ জুলাই ২০২২ বৃস্পতিবার সকাল সাড়ে ৫টার সময় ছেলে মংহলাপ্রু মারমা তার বাবার সাথে বাকবিতান্ডে এসে এক পর্যায়ে উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে আঘাত করিলে মাথা ফেটে যাওয়ায় অতিরিক্ত রক্ত খরনে মৃত্যু হয় ।

এ বিষয় গুইমারা থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আল আমিন জানান, ঘটনাস্থল থেকে আসামি মংহলাপ্রু মারমাকে আটক করে পুলিশ। ছেলে কর্তৃক পিতা পাইসাউ মার্মা হত্যার বিষয়ে গুইমারা থানার মামলা হয় যার নং-১/১৯ তারিখ – ৭/৭/২২ ধারা ৩০২ পিসি রুজু করা হয়। ময়নাতদন্ত শেষে আত্মিয় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আসামি মংহলাপ্রু মারমাকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাযতে প্রেরন করার নিদের্শ দেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!