শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নুরুল আলম:: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক চাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি উপস্থিতিতে খাগড়াছড়ি পৌরসভায় ৪ হাজার ৬শত ৭৫ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের বরাদ্দকৃত খাদ্য (চাল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৮) জুলাই সকাল ৯টার দিকে খাগড়াছড়ি পৌর সংলগ্ন পবিত্র ঈদগাঁ মাঠে এই কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, কেউ না খেয়ে থাকবে না। এই ঈদুল আযহার আনন্দ ও উৎসবের দিনে অন্তত পক্ষে ৩ থেকে ৪ দিন না খেয়ে থাকবেনা। সকলেই আনন্দে ঈদ কাটাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় এদেশের জনমানুষের কথা ভাবে। তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের প্রতি আলাদা করে চিন্তা করেন। এটা মনে রাখতে হবে।
এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। পরিশেষে ঈদুল আযহা উপলক্ষে খাগড়াছড়ি জেলাবাসীর ধর্ম- বর্ণ- নির্বিশেষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) প্যানেল মেয়র-১ মো: শাহ আলম, প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ প্রমূখ।
এছাড়াও কাউন্সিলর মো: মানিক পাটোয়ারি, মো: রেজাউল করিম, অতীশ চাকমা, মো: আব্দুল মজিদ, মাহেদা আক্তার, রিটন চাকমা, বাচ্ছু মণি চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!