নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি- রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় ৪ নং বড়থলি ইউনিয়নে সাইজাম পাড়ায় ৩ জন ত্রিপুরা গ্রামবাসীদের হত্যার অভিযোগে ১২ দিন পরে বিলাইছড়ি থানায় মামলা করেছেন বলে জানান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর।
তিনি আরো জানান,নিহত ধনরাম ত্রিপুরার পিতা- চিতারাং ত্রিপুরা (৬৫) নিজে বাদী হয়ে মামলাটি করে। যার মামলা নং-১। যার ধারা- ১৪৩,৪৪৭,৪৪৮,৩০৭,৩২৬,৩০২ ও ৩৪ ধারায় মামলা হয়েছে। গুরুতর জহম হত্যা ও হত্যার চেষ্টার দায়ে কুকি, চীন পাটির ২৫-৩০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে।
বাদী বলেন, গত ২১ জুন কুকি চীন (কঘঋ) লোকজন তাদের অতর্কিতে হামলা করে, হুমকি দেয় ও ৩ জনকে হত্যা এবং নিজ এলাকায় থাকতে না পারার দায়ে এ মামলা করি।তিনি জানান, তাদের গায়ে সবুজ রঙের চেক চেক পোশাক ছিল বলে তিনি জানান।
তিনি আরও জানান, আহত শিশু অনন্ত ত্রিপুরা ও সুমনা ত্রিপুরা বর্তমানে সুস্থ আছেন বলেও তিনি জানান। আর নিহতরা হলেন -বিচাই চন্দ্র ত্রিপুরা,সুভাষ ত্রিপুরা ও ধনরাম ত্রিপুরা।