শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

নুরুল আলম:: খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়িতে। “বৃক্ষপানে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” শ্লোগানে বুধবার (২৯ জুন ২০২২) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

পরে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার কে.এইচ.এম এরশাদ, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বৃক্ষহীন পৃথিবীতে মানুষ বসবাস অসম্ভব। বৃক্ষ না থাকলে পৃথিবী জীবনযাপনে অপউযুক্ত মরুভূমিতে পরিণত হবে। বৃক্ষ প্রকৃতি আমাদের পরম বন্ধু। বৃক্ষ মাটির ক্ষয় রোধসহ বন্যা দূযোর্গ প্রতিরোধ করে। তাই মানুষ বাঁচতে বৃক্ষ ও বনজ সম্পদ রক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যে গাছের চারা বিতরণ ও মেলায় ২২ স্টল অংশ নেয়।

অনুষ্ঠানে অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিটির আহ্বায়ক সুদর্শন দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ বাতেন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মে:. শাহজাহান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সাধারন সম্পাদক সৈকত দেওয়া প্রমুখ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!