নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা জালিয়াপাড়াতে ৩ ব্যাটারী চোর আটক করে থানায় সুপর্দ করেছে জনতা।
৪ জুন শনিবার গভীর রাতে পশ্চিম বড়পিলাকের আবুল কাশেমের অটোরিকশার ৪ টি ব্যাটারী খুলে লোকিয়ে রেখে জালিয়াপাড়া ফয়েজ ড্রাইভারের ট্রাকের ব্যাটারী চুরি করার সময় ৩ চোরকে হাতনাতে ধরে ফেলে। পরে গুইমারা থানা পুলিশের হাতে তুলে দেন। আটককৃতরা যথাক্রমে মোঃ নুরুল কবির(৩২) পিতাঃ মৃত শামসুল আলম, আলীকদম, বান্দরবান, মোঃ জাহাংগীর, আলম(৩০) পিতাঃ জানে আলম,রাউজান, চট্টগ্রাম, মোঃ ইসমাইল(৩৫)পিতাঃ নুর আলম, উখিয়া,কক্সবাজার। আটককৃতদের বিরোদ্ধে গুইমারা থানায় মামলা হয়েছে। যার নং ০১ তারিখ ০৫/০৬/২০২২ইং।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।