অন্যের রেকর্ডিয় জমিতে জবর-দখল,হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনট্যহরী ইউনিয়নের মাদ্রাসা পাড়া এলাকায় মৃত: সিদ্দিক আহম্মেদের ছেলেদের এবং আব্দুল হকের ক্রয়কৃত রেকর্ডীয় জায়গা জবর দখলের চেষ্টা চালিয়ে হামলা ও মারধর করেছে তিনট্যহরী ইউনিয়ন ছাত্রলীগের সংঘবদ্ধ একটি চক্র। বৃহস্পতিবার (২ জুন ২০২২) এ ঘটনা ঘটে।
অবৈধভাবে জমি দখলের চেষ্টায় জমির মালিক বাঁধা দেওয়ায় সন্ত্রাসী কায়দায় হামলাকারীরা চক্রের সদস্যরা যৌথ ভাবে তাদের মারধর করে। এ সময় ৬ জন আহত হয়। আহতরা হচ্ছে-হালিমা বেগম,সুলতানা বেগম,আব্দুল হক,ইয়াসমিন আক্তার,সুলতান মিয়া। এ সময় ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সংশ্লিষ্টতার বিষয় প্রকাশ করে ঘটনার মুল হোতা মোঃ শাহীন (পিচ্ছি শাহীন প্রকাশ আবুল)সহ আব্দুল আলী, মো: রুবেল হোসেন,মোঃ কালাম, মায়াধনীসহ মহিলা ও ছাত্রলীগের ২০ থেকে ২৫ জনের একটি গ্রæপ এ দখল কাজে অংশ নেন।
জমি দখল করতে আসা সঙ্গবদ্ধদলটি ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় এর আগেও আরো একাধিক ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। তিনটহরীতে ছাত্রলীগের সাধারন সম্পাদক এর পদ পরিচয়ের সুযোগ মো: রুবেল সব ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়লেও তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থাসহ তার বাহিনীর অত্যাচার ও হয়রানীর বিষয়ে কেউ মূখ খুললে তার উপর নির্যাতন-হুমকি হয়রানীর করার অভিযোগ রয়েছে। ইচ্ছেমত অন্যের জায়গায় খুশিমত মুক্তিযোদ্ধার সাইনবোর্ড ব্যবহার করে দখলের জন্য কৌশল অবলম্বন করে আসছে চক্রটি।
আহত ব্যক্তিরা মানিকছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নেন। ২ জুন ২০২২ (বৃহস্পতিবার) এ ব্যাপারে জমির মালিক নুরুল আলম সাংবাদিক বিকাল সাড়ে ৪টায় তার পরিবারের সদস্যদের থেকে জানতে পারে তাৎক্ষণিক ৯৯৯ কল করলে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ নির্দেশ দেন সাব ইন্সপেক্টর আশিকুর রহমানকে ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জমি দখলের চেষ্টায় হামলাকারীরা স্থান ত্যাগ করে।
এক পর্যায়ে হামলাকারী দলের মুলহোতা শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য রাস্তা থেকে পুুলিশ আটক করে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে আরো ৩ জন এবং মালামাল বহনকারী অটো রিক্সা পাওয়া যায়। এ ব্যাপারে পুলিশ শাহিন ও অন্যদেরকে জিজ্ঞাসা করলে ঘটনার সত্যতা সে স্বীকার করে তারা।
এ ব্যাপারে জিজ্ঞাসা করলে শাহিন বলেন, জায়গাটি ঘেরা-বেড়া দেওয়ার জন্য লোকজন নিয়ে আসি। এক পর্যায়ে আব্দুল হক ও তার বাবা বাধা দিলে আমাদের মধ্যে মারামারি সংগঠিত হয়।
এ বিষয়ে ৪নং তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি ফোন কলের মাধ্যমে জানান আব্দুল হক। এরপর তাকে আগামীকাল ১০টায় বৈঠকে বসব কথা ব্যক্ত করেন বলে তিনি জানান। জানতাম না জমি দখল কারীরা লোকজন নিয়ে জমি দখল করতে এসে জমি ঘেরা-বেড়া দিবে এবং সংঘর্ষে লিপ্ত হবে।
এ ব্যাপারে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীনকে জানালে তিনি বলেন, সারাদিন খাগড়াছড়িতে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। বিষয়টি এখন জানতে পারলাম। কেন ছাত্রলীগের সদস্যরা লোকজন নিয়ে জমি দখলে লিপ্ত হবে বিষয়টি আমি দেখবো।