শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির নানিয়ারচরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড সয়ন্দর পাড়া এলাকায় বিন্দু কুমার চাকমা (৫২) ও মিলা চাকমা (৪৭) নামে স্বামী স্ত্রীর লাশ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সকালে ৫-৬জন শ্রমিক রাবার বাগানে কাজ করতে এসে পানি খাওয়ার সুবাদে ওই বাড়িতে গেলে কারো সাড়া শব্দ না পেয়ে ঘরের মধ্যে ঢুকলে জোড়া লাশ পড়ে থাকতে দেখে। বাড়িটি দুর্গম পাহাড়ে হওয়ায় পাশে কাউকে না পেয়ে তারা লাশ ২টির দাহ ক্রিয়া সম্পন্ন করে।

এঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, এটা পারিবারিক কলহের জেরে বিষপানে
আত্মহত্যা হতে পারে। আবার কেউ বলছেন পরিবারটি কবিরাজি কাজ কারায় কারো সাথে ক্ষোভ থাকায় তাদের কে পরিকল্পিত হত্যা করা হতে পারে।

এবিষয়ে নানিয়ারচর থানার অফিসাফ ইনচার্জ সুজন হালদার জানিয়েছেন, স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে তদন্ত শেষে আমরা বিস্তারিত জানাতে পারব।

স্থানীয় ইউপি সদস্য দিপায়ন খীসা জানান, রাবার বাগানের শ্রমিকরা লাশ দেখতে পেয়ে তাদের দাহ ক্রিয়া করেছে। তবে প্রকৃতপক্ষে এই পরিবারটি কেন মারা গেল বিষয়টি রহস্যের। আমরা তাদের পরিবারের ও আশেপাশের লোকজনের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারব।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!