শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

রাঙামাটিতে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা


নিজস্ব প্রতিবেদক::: রাঙামাটিতে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ে উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন।

এসময় ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আলী আহসান ভুঁইয়া, তৈয়বিয়া আইডিয়াল কিন্টার গার্ডেন এর অধ্যক্ষ আক্তার হোসেন চৌধুরী, লংগদু উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা নাসির উদ্দিন, কাউখালি উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা গোলাম ফারুক ও লেকার্স স্কুলের সহকারী শিক্ষক মাওলানা ছদর উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিষয়ে ইকবাল বাহার জানায়, গত এক সপ্তাহ যাবৎ উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে হামদ-নাত, আজান ও কেরাতসহ ৭টি ইভেন্টে মোট ২০টি গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেন মোট ১৫০জন প্রতিযোগী। এর মধ্যে জেলা পর্যায়ে বিজয়ী হয়েছেন ৬০জন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!