নিজস্ব প্রতিবেদক:: বিএনপির আন্দোলনে অবৈধ আওয়ামীলীগ সরকার পালানোর পথ খুঁজে পাবে না মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন,লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে আওয়ামীলীগের এমপি মন্ত্রীরা এখন পালানোর পথ খুঁজছে।
সময় বেশি দুরে নয়, এবারের আন্দোলনে আওয়ামীলীগের দূর্নীতিবাজরা বাংলাদেশ থেকে পালানোর সুযোগ পাবে না মন্তব্য করে অবৈধ আওয়ামীলীগ সরকারের কর্তাদেরও পরিণতি শ্রীলঙ্কার মত অপেক্ষা করছে বলে হুশিয়ারী জানান। এ সময় দেশবাসীর কষ্টের কথা উল্লেখ করে সরকারের লোক দেখানো উন্নয়নের নামের আড়ালে হাজার কোটি টাকা লোপাট এর অভিযোগ করে ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি আন্দোলনের জন্য সকল নেতাকর্মীদের দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে প্রস্তুত থাকার আহবান জানান। বৃহস্পতিবার (১৯ মে ২০২২) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত রামগড় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়ার সভাপতিত্বে এতে এতে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিঃ সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,সহ সভপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক এড. মালেক মিন্টু,মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা,আবু তালেব, নাবু ক্ষনি রঞ্জন ত্রিপুরা প্রমূখ।
এর আগে জাতীয় ও দলীয় সঙ্গিতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া ও অতিথিরা। অনুষ্ঠিত রামগড় উপজেলা বিএনপির উক্ত কাউন্সিলে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে হাফেজ আহম্মদ ভূইয়াকে সভাপতি, নুর হোসেন নুরুকে সাধারন সম্পাদক ও শেফায়েত উল্ল্যাহ ভূইয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। এছাড়াও রামগড় পৌর বিএনপির কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জসিম উদ্দিনকে সভাপতি, মোঃ আলা উদ্দিনকে সাধারন সম্পাদক ও শেফায়েত মোর্শেদ ভূইয়া (মিঠু) কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।