শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

গুইমারা উপজেলা নির্বাচনে প্রার্থীতা বাছাই সম্পন্ন- বাতিল ২


নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
আজ ১৯ মে বৃহস্পতি বার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনে কক্ষে বাছাই অনুষ্ঠিত হয় ।বাছাইয়ে চেয়ারম্যান পদের ১ জন ও ভাইস চেয়ারম্যান পদের ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছিলেন ৫ জন।তারা হলো আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মেমং মারমা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, আইয়ুব আলী, রুইসাঅং মারমা, চাইথোয়াই চৌধুরী।
বাছাইয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম লিটনের মনোনয়ন বাতিল করে রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পুরুষ ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ, কংজরী মারমা,মানন্দ্র ত্রিপুরা ও
মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা হ্লমাপ্রু মারমা, ফাতেমা বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। উল্ল্যখ্য যে আগামী ১৫ জুন বুধবার গুইমারা উপজেলার পরিষদের ২য় নির্বাচন অনুষ্ঠিত হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!