নিজস্ব প্রতিবেদক: চেয়ারম্যান ৫ ভাইস চেয়ারম্যান পুরুষ ৪ মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জনের মনোনয়ন দাখিল খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে।
আজ ১৭ মে মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মেমং মারমা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, আইয়ুব আলী, রুইসাঅং মারমা, চাইথোয়াই চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পুরুষ মনোনয়ন জমা দিয়েছেন ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ, কংজরী মারমা,মানন্দ্র ত্রিপুরা,ফখরুল ইসলাম লিটন। মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা হ্লমাপ্রু মারমা, ফাতেমা বেগম।
আগামী ১৫ জুন গুইমারা উপজেলার ৩৩হাজার ১শত ৫৭ জন ভোটার তাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন ভোটের মাধ্যমে।