নিজস্ব প্রতিবেদক– বিলাইছড়িতে মুজিব বর্ষের উদ্দীপন আনসার ভিডিপি আছে সারাক্ষণ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে ( রবিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভায় প্ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়জুল বারী-সহাকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট(চঃদাঃ),আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,রাঙ্গামাটি পার্বত্য জেলা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর-অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানা, আনোয়ার জাহিদ- সহকারী জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,রাঙ্গামাটি পার্বত্য জেলা, মিজানুর রহমান-টিআই আনসার ও ভিডিপি বিলাইছড়ি উপজেলা, মল্লিকা চাকমা-মহিলা টিআই আনসার ও ভিডিপি বিলাইছড়ি উপজেলা,
মোঃ এহছান- টিআই আনসার ও ভিডিপি বরকল উপজেলা উপজেলার সকল আনসার ও ভিডিপি কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।সভায় সন্মানা ও পুরস্কার প্রদান করা হয়।