আল-মামুন,খাগড়াছড়ি:: উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে মানিকছড়িতে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে আকাশপুরী সংলগ্ন জব্বার মার্কেটে এই এই ব্যাংকের অনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন।
এতে বক্তারা বলেন, গ্রাহকদের সেবার মান বৃদ্ধিসহ ব্যবসায়ীদের মাঝে সুবিধা পৌঁছে দিতে পারলে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সফলতা পাবে দ্রুত সময়ে। প্রতিযোগিতার এ সময়ে কে কতটা সেবা দিতে পারছে সে বিষয়ে গ্রাহকরা সচেতন হওয়ায় উন্নত সেবার মান বৃদ্ধির বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা।
ব্যাংকিং সেবায় ব্র্যাক ব্যাংক মানিকছড়িতে এজেন্ট ব্যাংকিং আউটলেট এর প্রাতিষ্ঠানিক ভাবে গ্রাহকের নানা সুযোগ-সুবিধা দেওয়ার বর্ণনা তুলে ধরেন প্রতিষ্ঠান কর্তারা। পরে প্রতিষ্ঠানটির এজেন্ট মো: বিল্লাল হোসেনের নিকট এজেন্ট ব্যাংকিং লাইসেন্স তুলে দেন প্রধান অতিথি মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদীনসহ আগত প্রতিষ্ঠান কর্তারা।
প্রতিষ্ঠানটির এজেন্ট মো: বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাংক ব্যাংক লিমিটেড এর হেড অব এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট মো: নাজমুল হাসান,মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো: শফিকুর রহমান ফারুক, ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট একাউন্ট সার্ভিস ম্যানেজার সৈয়দা মারুফা হাসিন,চট্টগ্রাম বিভাগীয় রিজিওনাল কো-অডিনেটর মো: ফয়সাল ইসলাম।
এছাড়াও চট্টগ্রাম অঞ্চল টিম লিড জুয়েল চক্রবর্তী, ফেনী অঞ্চল টিম লিড কপিল উদ্দিন,মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রুপন পাল, সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলসহ স্থানীয় গন্যমান্যরা এতে উপস্থিত ছিলেন।