নিজস্ব প্রতিবেদক: কাপ্তাইয়ের ১নং চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন মিলন।
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন।
শুক্রবার (১৩ মে) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মিলনকে চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়।