নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মেমং মারমা।
গুইমারা উপজেলা চেয়ারম্যান দলীয় পদে এবং নৌকা প্রতীকে মেমং মারমাকে মনোনীত করায় খাগড়াছড়ি জেলাসহ গুইমারা উপজেলাবাসী সন্তুষ প্রকাশ করে এবং আগামী নির্বাচনে মেমং মারমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন তার সমর্থকরা।
উল্লেখ্য যে, গত শুক্রবার (১৩ মে) বিকাল ০৪:৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।