শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ এর লক্ষে জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পের আয়োজনে নানিয়ারচরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ই মে) সকাল ১১টায় ইসলামপুর দাখিল মাদ্রাসা ভবনে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর সরওয়ার কামাল, মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট মাওলানা মো. শহিদুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ফজলুর রহমান বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে বা জরুরী সেবা পেতে ১০৯-এ কল দেওয়ার জন্যও বলেই এই নির্বাহী কর্মকর্তা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!