নিজস্ব প্রতিবেদক: দেশ জুরে মানবিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিবছর ৮ই মে বিশ্বব্যাপী পালিত হয় এ দিবস। এ বছরও তার ব্যতিক্রম হয়নি দিবসটি উদযাপনের।
রবিবার (৮ মে) সকালে রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবনে ‘মানবিক হও’ এই প্রতিপাদ্যে সারা বিশ্বের ন্যায় রাঙামাটি ইউনিট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসটি পালন করে।
জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র্যালী ,আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
ইউনিটের ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম, ইউনিটের কার্যনির্বাহী সদস্য শাওয়াল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ বাপ্পা, উপ যুব-প্রধান-২ সুনয়ন চাকমা, আজীবন সদস্য প্রকাশ চাকমা এবং মওলানা আবুল কাশেম, আশীষ দাশ গুপ্ত, ঝর্ণা খীসা, ক্যসিমং মারমা প্রমূখ।