শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

মানিকছড়ির তিনট্যহরি ইউনিয়নে দাইজ্জাপাড়া এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি


নিজস্ব প্রতিবেদক:: মানিকছড়ির তিনট্যহরি ইউনিয়নে দাইজ্জাপাড়া এলাকা এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। মানিকছড়ি-লক্ষিছড়ি সীমান্তে দুর্গম এক প্রত্যন্ত জায়গায় বাস করে সাঁওতালরা। সুপেয় পানির কোন ব্যবস্থা নেই, নেই আশেপাশে কোন স্কুল, বর্ষাকালে চারিদিক পানি প্লাবিত হয়ে পড়ে এক দ্বীপের মতোন।

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে ভূমিহীন যাচাই-বাছাই করতে গিয়েছিল মানিকছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার। মানিকছড়ির এই পিছিয়ে পড়া মানুষগুলোর ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরসহ জীবনযাত্রার মানোন্নয়নে অন্যান্য সরকারী সুযোগ-সুবিধাও এখানে পৌঁছানো খুবই জরুরী। এছাড়াও বিভিন্ন প্রত্যান্ত অঞ্চলের অনেক জায়গায় বিশুদ্ধ পানির অভাবে ভুগছে সাধারণ পাহাড়ি বাঙ্গালি হতদরিদ্র জনগোষ্ঠীর লোকজন। এসব এলাকায় যদি টিউবয়েল বসানো হয় তবে অসহায় দরিদ্র মানুষের কষ্টের লাঘভ হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!