শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইয়ুথের নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক ॥ রাঙামাটি পার্বত্য জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প (ইয়ুথ) ও ইয়ুথ মোস্তফা কামাল ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব, ঈদ উপহার ও সালামি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে রাঙামাটি শিশু একাডেমি মিলনায়তনে অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপহার হিসেবে ঈদের বাজার ও সালামী প্রদান করা হয়। পরে মেহেদী উৎসবের মাধ্যমে ইয়ুথের সদস্যরা কোমলমতী এই শিশুুদের হাত রাঙ্গিয়ে দেয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক রাঙামাটির প্রকাশক ও ইয়ুথের উপদেষ্টা জাহাঙ্গীর কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ও ইয়ুথের উপদেষ্টা মো. আবু সৈয়দ, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইয়ুথের উপদেষ্টা আনোয়ার-আল-হক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ইয়ুথের উপদেষ্টা মো. জামাল উদ্দীন, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক ও ইয়ুথের উপদেষ্টা সুফিয়া কামাল ঝিমি, বিশিষ্ট সমাজসেবক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

ইয়ুথের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ইকবাল হোসেন এর সঞ্চালনায় ও আয়োজক কমিটির আহ্বায়ক রুপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে হিলফুল ফুযুল তরুণ সংঘের সভাপতি শফিকুল ইসলাম শাহিন সহ ইয়ুথের সদস্য ও অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মো. আবু সৈয়দ ও মো. জামাল উদ্দীন তাৎক্ষনিক শিশুদের নগদ ঈদ সালামী প্রদান করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!