শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে হোটেল হিল হেভেন ঈদ সামগ্রী বিতরণ

আল-মামুন,খাগড়াছড়ি:: ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ এই উক্তকে যথাযথ মর্যাদার পাশাপাশি মাহে রমজানের ৩০ রোজার পর ঈদ-উল ফিতর এর আনন্দ ভাগাভাগী করতে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হোটেল হিল হেভেন কর্তৃপক্ষ।

শনিবার (৩০ এপ্রিল ২০২২) বিকেলে খাগড়াছড়ি জেলায় শহীদ কাদের সড়কে অবস্থিত হোটেল হিল হেভেন এর পক্ষ থেকে অস্বচ্ছল শতাধিক মানুষকে ঈদ উপহার তুলে দেন।

এতে খাগড়াছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আকতার হোসেন, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র পরিমল দেবনাথ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ অহিদ আলী, হোটেল হিল হেভেন এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ঠিকাদার মো:জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঈদ উপহারের মধ্যে শতাধিক পরিবারকে জনপ্রতি সেমাই, চিনি,দুধ,কিছমিছ, বাদাম,পোলাউর চাউল, পেয়াজ,আলু,তেল তুলে দেওয়া হয়। এ সময় প্রায় ৮০ পরিবারকে নগদ অর্থ তুলে দেন আগত অতিথি ও হোটেল কর্তৃপক্ষ।

মুলত সকলের মাঝে ঈদ আনন্দকে ভাগাভাগী করতে এ ধরনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষে এই উপহার শতাধিক পরিবারের মাঝে কিছুটা হলেও ঈদের খুশি উপভোগ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন আয়োজক’রা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!