শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

পুলিশ হাসপাতাল এলাকা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক:: রাঙামাটিতে পুলিশ হাসপাতাল এলাকা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে আয়োজকরা।
রাঙামাটি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: শাহজাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, বিশেষ অতিথি রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো: সাওয়াল উদ্দীন, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সেলিমুল্লাহ সেলিম, অর্থ সম্পাদক তাপস দাসসহ অন্যান্যরা।
মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সহ-সম্পাদক মো: মোশারফ, প্রচার সম্পাদক মোঃ সুমন, দপ্তর সম্পাদক তামিম হোসেন।
এ সময় প্রধান অতিথি অংসুইপ্রæ চৌধুরী আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এর ধারা অব্যহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, পুলিশ হাসপাতাল এলাকার যে কোনো উন্নয়নে জেলা পরিষদ সব সময় পাশে থাকবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!