নুরুল আলম:: খাগড়াছড়ি গুইমারা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গুইমারায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল ২০২২ বুধবার গুইমারা উপজেলা বাজার এর কাশেম মার্কেটে উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ এর সভাপতিত্বে ইফতার মাহফিলো অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভ‚ইয়া।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির সহ সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি বাহাদুর খান, জেলা ছাত্রদল সভাপতি ছাইদুল ইসলাম সুমন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সহ সভাপতি মোখলেছুর রহমান, শেখ মো: ইব্রাহিম, কাজী মুফিজুল ইসলাম, মেহেদুল ইসলাম, এস এম মিলন, সাধারণ সম্পাদক নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ, যুব বিষয়ক সম্পাদক সালমান হোসেন প্রমূখ।
এসময় ইফতার মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিঃশর্তে মামলা প্রত্যাহার কামনা করেন। বিএনপি ইফতার মাহফিলে অন্তত ১ হাজার লোক অংশগ্রহণ করেন।