নিজস্ব প্রতিবেদক:: রাঙ্গামাটি জেলায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ (২৩ -২৯ এপ্রিল) সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় কিশোর কিশোরীদের মাঝে পুষ্টি বিষয়ক আলোচনা করেন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শাহনেওয়াজ হাসান। এতে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কিশোর-কিশোরীরা এই সেমিনারে অংশগ্রহন করে।