শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম: খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের আয়োজনে মানিকছড়ি বর্ণমালা আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুল মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল আরাফাত ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, শান্তি ও উন্নয়নের অবদান রাখছে সেনাবাহিনী। যেকোন উৎসব পার্বণে যেন সব জাতিগোষ্ঠী নিরাপদে আনন্দ উদযাপন করতে পারে সে লক্ষ্যে এই প্রয়াস। আগামীতেও এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি এলাকার হতদরিদ্র মানুষ। সচেতন মহলও পাহাড়ে সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগকে স্বাগতত জানিয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!