নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের উল্টে পাল্টে গেছে অসংখ্য মানুষের জনজীবন। বহু মানুষ হাড়িয়েছে বসত বাড়ী। ক্ষতিগ্রস্ত হয়েছে আম,কাঁঠাল, কলা সহ মৌসুমের ফলের বাগানের মালিক। গাছের গুঁড়ি পরে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ, বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট।
কিছু কিছু এলাকার সুত্রে জানা গেছে, দমকা হওয়ার পাশাপাশি ভারী বর্ষণ ও বিজলির স্পৃষ্টে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সহ গবাদি পশু পাখি। কালবৈশাখীর তান্ডবে মানুষ এখন উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে। আরো জানা যায়, কালবৈশাখী ঝড়ে গুইমারা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাজাপাড়া এলাকার নিবাসী মো: ইয়াসিনের বাড়ী ঝড়ের কবলে গাছপালা পড়ে ভেঙ্গে যায়। এছাড়াও গুইমারা উপজেলার ৩ইউনিয়ন গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়িতে প্রায় শতাধিক ঘর বাড়ি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও আম, কলা, কাঠান সহ বিভিন্ন জাতের ফল মুলের বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে। এসকল গাছ বিদ্যুতের তারের উপর পরে বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে আছে সকাল থেকেই। সড়কের উপর গাছ ভেঙ্গে পরে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ছিল দীর্ঘ ২ ঘন্টা যাবৎ।