নুরুল আলম: খাগড়াছড়ি মানিকছড়ির তৃণমুলে বিগত সময়ে ব্যাপক ভুট্টার চাষাবাদ হলেও এসব ফসল বাজারজাতকরণ ও ন্যায্যমুল্য না পাওয়ার কারণে ধীরে ধীরে পাহাড়ে ভুট্টা চাষ হ্রাস পাচ্ছে। ফলে ভুট্টার চাষে কৃষকদের উদ্ভুদ্ধ করতে মাঠে নেমেছে কৃষি বিভাগ।
কৃষকরা অভিযোগ করে বলেন, ভ‚মির উর্বরতা অনুযায়ী এখানে প্রচুর ভুট্টার ফলন হলেও কৃষকরা তা বাজারজাত করতে কিংবা ন্যায্যমুল্য পাচ্ছে না। ফলে দিন দিন ভুট্টা চাষে কৃষকরা অনিহা দেখাচ্ছে। এ অঞ্চলের ভুট্টা দ্রুত বাজারজাত এবং ন্যায্যম‚ল্য নিশ্চিতকরণে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা প্রয়োজন।
কৃষকদের মুখে এমন বক্তব্য শুনে কৃষি কর্মকর্তা বলেন, বিষয়টি সর্ম্পকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। ভুট্টার গুরুত্বারোপ করে কৃষি কর্মকর্তা আরো বলেন, এখানকার মাটির উর্বরতা ভুট্টা চাষের উপযোগি। ফলে কৃষকদেরকে ভুট্টা চাষে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।