শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙামাটিতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৭এপ্রি) সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ দলীয় কার্যলয়ের বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ দলীয় নেতাকর্মীরা।
অন্যদিকে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী দাশসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!