মনু মারমা, রাঙামাটি প্রতিবেদক: পার্বত্য জেলা রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে রাঙামাটির শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।