নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির গুইমারায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ এপ্রিল ২০২২) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় নানা বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে কর্মপরিকল্পনা ২০২২-২৩ কর্মশালায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ এর সভাপতিত্বে এতে প্রানী সম্পদ কর্মকর্তা ডা.আলমগীর হোসেন, গুধইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার,গুইমারা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুল আলম,গুইমারা উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল এতে অংশ নেন।
গুইমারা উপজেলা লীন প্রকল্পের সদস্য ছাড়াও সরকারি-বেসরকারী কর্মকর্তা এ সময় অংশ নেন। অনুষ্ঠানে লীন প্রকল্পের গুইমারা উপজেলা সমন্বয়ক জয় মোহন চাকমা এতে সঞ্চালনা করেন।
অন্যদিকে-গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর নেতৃত্বে ২৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বৈসাবী উপলক্ষে সম্মান সুচক জার্সি,মাস্ক ও ক্যাপ তুলে দেন। এ সময় সন্তুষ্টি প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধারা।