নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য খাগড়াছড়ির গুইমারা থানাধীন চিংগুলিপাড়া এলাকায় আবাই মারমা নামের অসহায় এক বৃদ্ধাকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঘর উপহার দেওয়া হয়। ঘরটি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অসহায় বৃদ্ধা আবাই মারমাকে বুঝিয়ে দেয়া হবে বলে জানান গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ এর নির্দেশনায় সারা বাংলাদেশে মুজিব ছায়া প্রকল্পের আওতায় প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারকে একটি করে ঘর দেওয়া হচ্ছে। দুটি রুম, দুটি ফ্যান, দুইটি লাইট, একটি বাথরুম ও একটি টিউবওয়েল প্রদান করা হচ্ছে।
এরই ধারাবাহীকতায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্ববধায়নে বিধবা আবাই মারমাকে একটি ঘর নির্মান করে দেয়া হয়েছে।
অসহায় বিধবা আবাই মারমা গুইমারা উপজেলার চিংগুলি পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি স্বল্প মূল্যে খুচরা দামে নিজ হাতে চিনির খাজা তৈরী করে কোনোরকম পরিবারের খরচ চালাতেন।দীর্ঘদিন যাবত দুই নাতনীকে নিয়ে একটি ভাঙ্গা ঘড়ে বসবাস করে আসছিলেন তিনি। ঘরটিতে বর্ষার সময় পানি ডুকতো। প্রাকৃতিক দুর্যোগের সময় ঘরটি হেলে পরতো। দীর্ঘদিন যাবত এই ঘরে মানবেতর জীবনযাপন করতো।
আবাই মারমা বলেন গুইমারা থানার সকল পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি একটি ঘর পেয়ে খুব খুশি হয়েছি, এখন থেকে আমার থাকার জন্য কষ্ট করে রাত কাটাতে হবে না। আর বর্ষাকালে বৃষ্টির পানিও ডুকবেনা। সেই সাথে বাংলাদেশ পুলিশের প্রশংসা করে দোয়াও করেন তিনি।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ পুলিশের আইজিপি স্যার এর নির্দেশনায় গুইমারা থানার আওতাধীন চিংগুলী পাড়ায় অসহায় বৃদ্ধা আবাই মারমাকে একটি ঘড় প্রধান করা হয়। অতী দ্রুতই আবাই মারমা কে শুভ উদ্বোধনের মাধ্যমে ঘরটি বুঝিয়ে দেয়া হবে।