শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল

মাহফিলের প্রথম অংশের ছবি।


নুরুল আলমঃ খাগড়াছড়ি জেলার গুইমারায় প্রতিবছরের ন্যায় এবারো বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ৬তম তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

৩০ মার্চ ২০২২ বুধবার বিকাল ৩টা থেকে অনুষ্টিত তাফসীরুল কোরআন মাহফিল এর সভাপতিত্ব করেন, ইমাম গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ ও খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ সভাপতি হযরত মাওলানা ক্বারী ওসমান গণী।

উক্ত মাহফিলে তাফসির পেস করেন, মহাপরিচালক, আল-আযহার ইসলামিক রির্সাচ ইনস্টিটিউট ও নারিন্দা ঢাকার ঐতিহাসিক বিনত বিবি সেন্ট্রাল জামে মসজিদ খতিব মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, রামগড় উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আখতার হোসাইন জিহাদী, ঢাকা ক্বেরাতুল কোরআনের পরিচালক ক্বারী এনামুল হাসান সাদী সহ আরো অনেক ওলামা মাশায়েখ তাশরিফ আনেন। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা ক্বেরাত ও ইসলামিক সংগিত পরিবেশন করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!