নুরুল আলমঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে দুরুংপাড়া নামক স্থানে মংনু মারমার সঞ্চালনায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ চাইহ্লাপ্রু মাষ্টারের সভাপতিত্বে ৩য় তম কমিটি ঘোষণা ও গণপিকনিকের অনুষ্ঠান করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পাইসাউ মারমা ও লাব্রে মারমা।
২৫মার্চ শুক্রবার সাড়ে ১১টার দিকে মারমা সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা হিংসা বিভেদ চাইনা। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও চাইনা। আমরা শান্তি-শৃঙ্খলায় বসবাস করতে চাই। দেশ ও দশের উপকারে থাকতে চাই। আমাদের সম্প্রদায় সকল ধর্মের লোকের উপকার করবে, অসহায় ফ্যামিলির সন্তানদের লেখাপড়ায় সহযোগিতা করবে। গরিব দুঃখীর পাশে দাঁড়াবে এজন্যই আমাদের বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। একে একে সকল বক্তা সামাজিক কাঠামো উন্নয়নমূলক কর্মকান্ডের কথা বলেন।
এসময় যারা উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বাংলাদেশে মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিষদ প্রদান, বাবু ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির আহ্বায়ক, কংচাইরী মাষ্টার। বাংলাদেশে মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সদস্য সচিব, কংজাপ্রু মারমা। গুইমারা উপজেলা বিএনপির সভাপতি, মোঃ ইউচুপ। সিন্দুকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নোয়াব আলী।