শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

রাঙামাটির প্রশাসন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো


নুরুল আলম: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের স্বাধীনতার জন্য জীবন দেওয়া অকুতোভয় বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাঙামাটি প্রশাসন।
শনিবার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৫ মিনিেিট প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এরপর তারা শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন।
পুলিশ সুপার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পাবর্ত্য রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান, রাঙামাটি পৌরসভা, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান, ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর একে একে সিভিল সার্জন, আনসার, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, ট্যুরিস্ট পুলিশ, সামাজিক, রাজনৈতিক, সাংষ্কৃতিক এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ দিনভর জেলার সর্বস্থরের জনগণ শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করবেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!