নুরুল আলমঃ গুইমারা ইসলামিয়া দাখিলা মাদ্রাসার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ শনিবার গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওঃ জায়নুল আবদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও স্বাধীনতা স্বাধীনতার সঠিক ইতিহাস ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
পরে ক্রীড়া ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সবশেষ দেশ ও জাতীর কল্যান কামনা করে স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।