শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলমঃ সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় ৩১বার তপোধ্বনী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনাসহ নানা আয়োজন, বিনন্ম শ্রদ্ধা, ভালবাসা ও যথাযোগ্য মর্যাদায় গুইমারাতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৬ মার্চ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা।গুইমারা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সূর্যোদয়ের সাথে সাথে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্নদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পরে গুইমারা থানার পুলিশ, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)গুইমারা উপজেলা শাখাসহ বিভিন্ন জাতীয় রাজনৈতিক দল, গুইমারা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্নদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়।বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, গুইমারা কলেজ, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়, গুইমারা মাদ্রসা ও গুইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। গুইমারা থানার এস আই সত্যজিৎ এর নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন ও সালাম গ্রহণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এসময় অভিবাদন মঞ্চে গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।সকাল ১০টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমদের সভাপতিত্বে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রসাথোয়াই মগ, গুইমারা কলেজ অধ্যক্ষ মোঃ নাজীম উদ্দিন, গুইমারা মাদ্রাসার সুপার জায়নুল আবদীন,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক,জনপ্রতিনিধি,শিক্ষাক-শিক্ষিকা এবং রাজনৈকি নেতৃবৃন্দ। বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ, মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!