শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিএনপি


নুরুল আলম:খাগড়াছড়িতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপি কেন্দ্রীয় সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে একটি বর্ণাট্য র‌্যালী বের হয়ে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে ও পরে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়ন সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ক্ষেত্র মোহন রোয়াজা, এডভোকেট মঞ্জুর মোর্শেদ ভূইয়া, কংচাইরী মাস্টার, মংসাথুয়াই চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, ক্ষণি রঞ্জন ত্রিপুরা, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি আশোক মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি জহিদ আহমেদ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ আব্দুল্লাহ আল নোমান সাগর, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা, জেলা মহিলা দলের সভাপতি পারদর্শী বড়ুয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!