শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

সমাবেশের আদলে হচ্ছে তৃণমুল প্রতিনিধি সভা “খাগড়াছড়ি আ’লীগে প্রাণ চাঞ্চল্য”

আসছেন মাহবুব উল আলম হানিফ এমপি ॥



আল-মামুন,খাগড়াছড়ি :: আওয়ামীলীগের তৃণমুল প্রতিনিধি সভার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা। রবিবার (২০ মার্চ) অনুষ্ঠিতব্য তৃণমুল প্রতিনিধি সভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রাণ চাঞ্চল্য।

কর্মসূচীকে ঘিরে খাগড়াছড়ি সরকারী কলেজ মাঠে তৃণমুল প্রতিনিধি সভার জন্য সকল প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সফল অনুষ্ঠান উপহার দিতে এরই মধ্যে প্রস্তুতি সভাসহ দফায় দফায় জেলা নেতারা বৈঠকে বসেন। রবিবার সকাল ১০টায় এ সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।

প্রতিনিধি সভা হলেও সমাবেশ আদলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই তৃণমুল প্রতিনিধি সভা। এতে প্রায় প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এছাড়াও তৃণমুল সভার জন্য প্রস্তুতকৃত বিশাল এই মঞ্চে নির্ধারিত নেতারা অংশ নেওয়ার বিষয়েও এবার রয়েছে নির্দেশনা। এছাড়াও স্বেচ্ছাসেবকদের লোক সমাগমে সহায়তাসহ নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসনিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানান।

এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের এই তৃণমুল সভায় পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মাহমুদ স্বপন এমপি থাকার কথা রয়েছে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা এমপি, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম এমপি,কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি ও আলহাজ্ব আমিনুল আসলাম আমীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রস্তুতি সভা সফল করতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল এর পক্ষে নেতাকর্মীরা সামাজিক যোগযোগ মাধ্যমে পোষ্ট দিতে দেখা গেছে।

অন্যদিকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার বলেন, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে প্রস্তুতি সভার সব আয়োজন করা হয়েছে। লোক সমাগমের বিষয়েও উপজেলা-উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এই প্রতিনিধি সভা নেতাকর্মীদের আগামী দিনের লক্ষ্য,উদ্দেশ্য ও প্রত্যাশা পুরণে সহায়ক হবে বলে জানান দলের নেতারা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!