নুরুল আলম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে সকালে গুইমারা শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ও গুইমারা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক। এসময় বিশেষ মোনাজাত, কেক কাটাসহ শিশুদের মাঝে বিভিন্ন ইভেন্টের পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় জোন উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান, গুইমারা সাব জোন কমান্ডার মেজর ফয়সাল, গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাময়িক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।