নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি জামায়েত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরাতার বিরুদ্ধে গুইমারা উপজেলার আওয়ামী যুবলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ গুইমারা উপজেলা শাখার আয়োজনে উক্ত বিক্ষোভ মিশিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্বদেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের। অন্যান্যদের মধ্যে মিছিলে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মীর, প্রচার সম্পাদক কংজরি মারমা, যুগ্ম সম্পাদক সুইমং মারমা, গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতা রোস্তম তালুকদারসহ ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীরা মিছিলে ও সমাবেশে অংশগ্রহন করে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। বিক্ষোভ ও সমাবেশ শেষে গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা একত্রিত হয়।
প্রধান অতিথি মেমং মারমা তার বক্তব্যে বলেন, বিএনপি জামায়েত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরাতার চালিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কার্যক্রমকে বাধাঁ গ্রস্ত করার জন্য তারা তৎপর ভূমিকা পালন করছে। কিন্তু তা কোনদিন সফল হবে না বলে জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।