শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলমঃ পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় চট্রগ্রামের ঐতিহ্যবাহী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুবন এর শাখা” শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ মার্চ ) কাজী টাওয়া মার্কেট মেইন বাজারে দেশের অভিজাত এই মিষ্টি বিপণী মধুবন শাখার শো”রুম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা এবং কেক কেটে শো”রুমের উদ্বোধন করেন সাবেক জেলাপরিষদ চেয়ারম্যান ও গুইমারা বাজার চৌধুরী বাবু কংজুরি চৌধুরী, এসময় আরো উপস্থিত ছিলেন মধুবন সুইটস্ ইন্ডাঃ লিঃ এর পরিচালক নুরুল আবছার, নুরুল হক, নুরুল আমিন, মধুবন সুইটস্ এর গুইমারা শাখার পরিবেশক খন্দকার এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর সাইফুল ইসলাম খন্দকার প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের মালিক মোঃ সাইফুল ইসলাম খন্দকার উপস্থিত সাংবাদিকদের জানান, গুইমারা উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মধুবন শো’রুমের, আমরা তাদের সে প্রত্যাশা পূরণ করতে পেরে আনন্দিত, এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক সহ গুইমারা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিষ্ঠানে বিয়ে, মেহেদী অনুষ্ঠান, জন্মদিন, আক্বীকা, মিলাদ ও যে কোনো বিশেষ আয়োজনের মিষ্টি, ফাস্ট ফুড, কেক, আইসক্রিম, মিনারেলও কোমল পানিও সহ সব ধরণের অর্ডার সরবরাহ করা হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!