নুরুল আলমঃ খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
২ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশণা সম্পাদক ইখতেয়ার চৌধুরী পলাশসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, রাজনৈতিক ও জনপ্রতিনিবৃন্দ।