নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার আমতলীপাড়া বৌদ্ধ বিহারে তিনদিন ব্যাপী সদ্ধর্ম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল মহা প্রব্রজ্যা, উপসম্প্রদা, মেশিলা, চক্রবুহ, অন্নমেরু, পুষ্প মেরু, তাম্বুল মেরু, প্রদীপমেরু ও মহাসংঘদান অনুষ্ঠান।
গত ৯ ফেব্রুয়ারী বিকাল বেলা থেকে শুরু হওয়া এ পূণ্যানুষ্ঠান বৌদ্ধ ধর্মালম্বীদের মিলন মেলা পরিণত হয়।
শুক্রবার ১১ ফেব্রুয়ারি সমাপনী দিনে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশর অধিকরণ বোর্ডের সভাপতি ভদন্ত উ সুমনা মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সদ্বর্ম সভায় প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান ভদন্ত ডঃ জিনবোধি মহাথেরো। শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধর্মী ব্যক্তিবর্গ স্থানীয় নেতৃবৃন্দ হেডম্যান কার্বারী এলাকার সর্বস্থরের পাহাড়ি বাঙ্গালিরা এই মেলা দেখতে যান।