নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বরাদ্ধকৃত নিজস্ব জায়গায় (গুইমারা থানা সংলগ্ন এলাকা) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ফিতা কেটে ভবনের উদ্ভোধন করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বৃহস্পতিবার বিকাল ৩ টায় খাগড়াছড়ি জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান সভার সভাপতিত্ব করেন।
এসময় প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শাহেনা আক্তার, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আইয়ুব আলী আনসারী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য ও হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলার ৩ ইউপির চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশে ন্যায় পার্বত্য জেলা গুলোতে ব্যপক উন্নয়ন সাধিত হচ্ছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পার্বত্য এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে পাহাড়ি দূর্ঘম এলাকায় টিউবয়েল, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের জন্য বাজেট বরাদ্ধের মাধ্যমে কাজ করে যাচ্ছে।